![](https://mytvbd.tv/public/postimages/67a341e7dda57.jpg)
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সম্প্রতি ১৬ বছরের নিচের শিশুদের জন্য ফেসবুক ও টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে মত প্রকাশ করেছেন।তিনি অস্ট্রেলিয়ায় প্রক্রিয়াধীন একটি সিদ্ধান্তের প্রেক্ষিতে এই মন্তব্য করেন। বিল গেটস এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, ১৩ বছরের চেয়ে ১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা আরও যুক্তিসঙ্গত হবে।’তিনি আরও উল্লেখ করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব সম্পর্কে আমরা এখনও অনেক কিছু জানি না, তাই এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।’
শিশুদের ক্ষেত্রে ফোন নিষিদ্ধের বিষয়টি ন্যায়সঙ্গত। সামাজিক মাধ্যমে নেটওয়াকিংয়ের ক্ষেত্রে এ কথা আরও বেশি সত্য বললেন তিনি।‘তাছাড়া প্রাপ্ত বয়স্করাও কিভাবে ফোন ব্যবহার করছেন তা নিয়েও ভাবা উচিত’গত বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। এছাড়া গতবছরই ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির সংসদে এ সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে পৃথিবীর কঠোরতম আইন।
শিশুদের ক্ষেত্রে ফোন নিষিদ্ধের বিষয়টি ন্যায়সঙ্গত। সামাজিক মাধ্যমে নেটওয়াকিংয়ের ক্ষেত্রে এ কথা আরও বেশি সত্য বললেন তিনি।‘তাছাড়া প্রাপ্ত বয়স্করাও কিভাবে ফোন ব্যবহার করছেন তা নিয়েও ভাবা উচিত’গত বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৪ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে। এছাড়া গতবছরই ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির সংসদে এ সংক্রান্ত আইন অনুমোদন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে পৃথিবীর কঠোরতম আইন।