সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবনে ভাঙচুরের পর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতাআওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বরিশালের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার মধ্যরাতে বুলডোজার নিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। সেখানে বাড়ির কাঠামো বুলডোজার দিয়ে ভেঙে দেন বিক্ষুব্ধরা। মানুষ ওই সময় বিভিন্ন মালামাল লুট করতে চাইলে শিক্ষার্থীরা তাতে বাধা দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন।
তার আগে শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আমির হোসেন আমুর বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পোশাকধারী সদস্যকে দেখা যায়নি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর আমির হোসেন আমুর বগুড়া রোডের বাসভবনে আগুন দিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন ভাঙচুরের পর রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আমুর বাসভবনে ভাঙচুর চালান।সেখানে একটি টিনের ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি টিনের ঘর লাগোয়া একতলা ভবনের সামনের অংশ এবং পাশের দোতলা ভবনের সামনের অংশ ভাঙা হয়। পরে উঠানের সীমানাপ্রাচীর ও বাড়ির সামনের সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছেন।
তার আগে শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আমির হোসেন আমুর বাড়ির আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পোশাকধারী সদস্যকে দেখা যায়নি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর আমির হোসেন আমুর বগুড়া রোডের বাসভবনে আগুন দিয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবন ভাঙচুরের পর রাত দেড়টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আমুর বাসভবনে ভাঙচুর চালান।সেখানে একটি টিনের ঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি টিনের ঘর লাগোয়া একতলা ভবনের সামনের অংশ এবং পাশের দোতলা ভবনের সামনের অংশ ভাঙা হয়। পরে উঠানের সীমানাপ্রাচীর ও বাড়ির সামনের সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে।
ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের আহ্বায়ক শহীদুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলেন, বিক্ষুব্ধ জনতা ফ্যাসিবাদের দোসরদের আস্তানা ভেঙে দিচ্ছেন।