জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ম্যুরাল ভেঙে দেন এবং গ্রাফিতি মুছে দেন।
শিক্ষার্থীরা বুধবার রাতে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা আল বেরুনী হলের সামনে গিয়ে নানা স্লোগান দেন। একপর্যায়ে তারা শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি ভাঙচুর করেন এবং আরেকটি গ্রাফিটি মুছে দেন।
এর আগে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সামনে যান শিক্ষার্থীরা। এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন তারা। এরপর সেখান থেকে গিয়ে ‘শেখ হাসিনা’ হলের সামনে থাকা শেখ হাসিনার অবশিষ্ট নামফলক ভেঙে ফেলেন তারা।
শিক্ষার্থীরা বুধবার রাতে ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা আল বেরুনী হলের সামনে গিয়ে নানা স্লোগান দেন। একপর্যায়ে তারা শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি ভাঙচুর করেন এবং আরেকটি গ্রাফিটি মুছে দেন।
এর আগে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটা মিছিল নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সামনে যান শিক্ষার্থীরা। এ সময় ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন তারা। এরপর সেখান থেকে গিয়ে ‘শেখ হাসিনা’ হলের সামনে থাকা শেখ হাসিনার অবশিষ্ট নামফলক ভেঙে ফেলেন তারা।