জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম

আপলোড সময় : ০৬-০২-২০২৫ ০৪:১০:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৫ ০৪:১৫:৪৮ অপরাহ্ন
ইউরোপের পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস জানিয়েছে,গত জানুয়ারি মাস ছিল ইতিহাসে সবচেয়ে গরম জানুয়ারি।গতকাল বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তন পরিষেবাটি জানিয়েছে, এর আগে জানুয়ারি মাস কখনোই এতটা উষ্ণ হয়নি। যদিও বিজ্ঞানীরা এমনটা আশা করেছিল যে শীতল লা নিনা অবস্থার কারণে রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছে অবস্থান করছে। আর কি কি কারণ পৃথিবীর তাপমাত্রাকে এ পর্যায়ে নিয়ে যেতে পারে তা নিয়ে এখন বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছে।

কোপারনিকাসের জলবায়ু বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস বলেছেন, ‘আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমন দেখছি না। বৈশ্বিক তাপমাত্রায় আমরা শীতল লা নিনার প্রভাব দেখছি না।’ইউরোপের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা প্যারিসে বলেছে এবারের জানুয়ারি (২০২৫) মাস শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের জানুয়ারি মাসগুলোর তুলনায় ১ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। সংস্থাটি আরো বলেছে, বৈশ্বিক থার্মোস্ট্যাটে মানবসৃষ্ট গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ এখন চরমে পোঁছেছে। 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv