চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

আপলোড সময় : ০৭-০২-২০২৫ ১০:৪২:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৫ ১০:৪২:৫৭ পূর্বাহ্ন
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। আগামী কয়েকদিন এই জেলায় তাপমাত্রা কমতে পারে। আজ শুক্রবার সকাল ৬টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার জেলায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা ২৪ ঘণ্টার ব্যবধানে কমল ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ সকাল ৬টায় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এরপর আবারো তাপমাত্রা বাড়বে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv