যুক্তরাষ্ট্রের আকাশে হারিয়ে গেল বিমান

আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০৩:৩০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০৩:৩০:৪৫ অপরাহ্ন
আবারো বিমান বিপর্যয় যুক্তরাষ্ট্রে। ১০ জনকে নিয়ে আলাস্কার আকাশে আচমকা হারিয়ে গেল বিমান। এখনো তার সন্ধান মেলেনি। বিমানটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।মার্কিন বিমান সংস্থা বেরিং এয়ারের সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান বিমানটি আলাস্কার উনালাকলিট শহর থেকে রওনা দিয়েছিল স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টা ৩৭ মিনিটে। বিমানের গন্তব্য ছিল আলাস্কারই নোম শহর।

আলাস্কার জন-নিরাপত্তা বিভাগ জানিয়েছে, ছোট আকারের ওই বিমানে পাইলটসহ ১০ জন ছিলেন। বিকেল ৪টার দিকে বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। র‌্যাডারে শেষ সঙ্কেত ধরা পড়েছিল ৩টা ১৬ মিনিটে। তারপর থেকে আর বিমানটির খোঁজ পাওয়া যায়নি।

আলাস্কার উদ্ধরাকারী দল বিমানটির সন্ধান শুরু করেছে। নোম শহরের পাশাপাশি হোয়াইট মাউন্টেনের পাহাড়ি এলাকাও খুঁজে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে এলাকায় দৃশ্যমানতা খুব কম। ফলে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে বিমানের সন্ধান চালানো সম্ভব হচ্ছে না আবহাওয়ার প্রতিকূলতায়।স্থানীয় বাসিন্দারা অনেকে নিজ উদ্যোগে সন্ধানের চেষ্টা করছিলেন। নিরাপত্তার কারণে তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত কয়েক দিনে পর পর বিমান দুর্ঘটনার সাক্ষী থাকছে যুক্তরাষ্ট্র। কিছু দিন আগে ওয়াশিংটনে একটি যাত্রিবাহী বিমানের সাথে মার্কিন সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হয়। বিমান এবং হেলিকপ্টারটি ধসে পড়েছিল পটোম্যাক নদীতে।
এর দু’দিনের মাথায় পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঘটে আরো একটি বিমান দুর্ঘটনা। তাতে চারজন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে।

এবার ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম কোণে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আলাস্কায়। তবে কী কারণে বিমানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হলো তা এখনো স্পষ্ট নয়। তবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv