চলছে রোনালদোর ম্যাজিক, ছুটছেন হাজার গোলের পথে

আপলোড সময় : ০৮-০২-২০২৫ ০১:০১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৫ ০১:০১:১০ অপরাহ্ন
৪০ বছর পূর্ণ হওয়ার পর মাঠে নেমেই গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে হাজারের মাইলফলকের পথে এগোতে থাকা পর্তুগিজ তারকার ক্যারিয়ারের গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ৯২৪-এ।রোনালদোর গোলের রাতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগে আল ফেইহাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জন ডুরান।বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন রোনালদো। গত ৫ ফেব্রুয়ারিতে ৪০ বছরে উত্তীর্ণ হওয়া এ পর্তুগিজ এখনো দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন মাঠে। সৌদি প্রো লিগের ম্যাচে আল ফেইহার বিপক্ষে তার গোলটিও ছিল নজরকাড়া।
 
ম্যাচের ৭৪তম মিনিটে ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে বল বাড়িয়ে দেন বউশাল। দ্রুত গতিতে ছুটে এসে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা উপেক্ষা করে সে বল নিঁখুত শটে জালে জড়ান তিনি। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি ফেইহার গোলরক্ষক। এটি পর্তুগিজ তারকার ক্যারিয়ারের ৯২৪তম গোল। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। সব মিলিয়ে সৌদি প্রো লিগের চলতি আসরে ১৬ গোল করে সর্বোচ্চ স্কোরার তালিকায় আছেন তিনি।
 
এ বয়সেও যেভাবে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন, তাতে হয়তো বছর দেড়েকের মধ্যেই হাজার গোলের মাইলফলক স্পর্শ করে ফেলতে পারেন সিআরসেভেন।তবে আল ফেইহার বিপক্ষে আল নাসরকে জেতাতে বড় ভূমিকাটা রেখেছেন দলের নতুন তারকা জন ডুরান। অ্যাস্টন ভিলা ছেড়ে সৌদি প্রো লিগে আসা এ কলম্বিয়ান ম্যাচের ২২ ও ৭২ মিনিটে দুটি গোল করে দলকে এগিয়ে দেন। দুটি গোলেই সহায়তা করেন সাদিও মানে।
 
আল ফেইহার বিপক্ষে জয়ে লিগ শিরোপার লড়াইয়ে থাকল আল নাসর। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে আসলো তারা। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ।
 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv