আজ লকার খুলতে দুদকের অভিযান

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৯:৪২:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিট খুলতে আজ (রোববার) অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে প্রায় ৩০০ উচ্চপদস্থ কর্মকর্তার অর্থসম্পদ ও গুরুত্বপূর্ণ নথিপত্র এসব লকারে সংরক্ষিত রয়েছে। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার থাকার তথ্য পেয়েছে সংস্থাটি।

অভিযানের মাধ্যমে লকারে থাকা অর্থ ও নথিপত্রের তালিকা তৈরি করা হবে। যদি কোনো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বা আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সন্ধান পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পায়। বর্তমানে সেই সম্পদ বাংলাদেশ ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে।

দুদক সন্দেহ করছে, দুর্নীতির অভিযোগে তদন্তাধীন আরও কয়েকজন কর্মকর্তার লকার থাকতে পারে। এ কারণে ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট লকারগুলো বন্ধ রাখার অনুরোধ জানায় সংস্থাটি। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার লকার খুলতে কোনো গ্রাহককে অনুমতি দেওয়া হয়নি।

আজকের অভিযানে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কি না, তা জানতে নজর রাখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv