‘ডেভিল’ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১১:৫৫:৩৫ পূর্বাহ্ন
শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশকে অস্থিতিশীল করতে যারা চেষ্টা করছেন, তাদের এই অপারেশনে গ্রেফতার করা হবে। গাজীপুরের ঘটনার সাথে জড়িতদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই গ্রেফতার করা হবে।”

সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে তিনি বলেন, “বিষয়টি আমি জানি না। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। কৃষকদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা উৎপাদন করে বলেই আমরা খেতে পাই।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv