২৬ বছর পর দিল্লি জয়, জাঁকাল শপথ অনুষ্ঠান করবে বিজেপি

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৪৩:৫৫ অপরাহ্ন
দিল্লিতে ২৬ বছর পর বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দলটি তিন দশকের ভোট খরা কাটিয়ে উঠেছে। বিজেপি জানিয়েছে, নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তারা একটি জাঁকাল শপথ অনুষ্ঠান আয়োজন করবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, আজ রোববার ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা দিল্লিতে সরকার গঠন নিয়ে আলোচনা করবেন। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেবা আজ সন্ধ্যায় ৪৮ জন নবনির্বাচিত বিধায়কের সঙ্গে দেখা করবেন। সেক্ষেত্রে আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে প্রবেশ ভার্মা দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা বিজেপিকে ঐতিহাসিক জয় এনে দিয়েছেন। অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অতিশী মারলেনা জনগণের রায় মেনে নিয়ে একে 'বিপর্যয়' আখ্যা দিয়েছেন এবং বিজেপির বিরুদ্ধে দলের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

দিল্লি বিধানসভা নির্বাচন ২০২৫-এর ভোটগ্রহণ ৫ ফেব্রুয়ারি শেষ হয়। এ নির্বাচনে ৬০.৩৯ শতাংশ ভোটার ভোট দেন। বিজেপি ৪৮টি আসন পেয়েছে, আর আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv