পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশ, সঙ্গে আছে চীন–যুক্তরাষ্ট্রও

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:৫৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:৫৮:৪৮ অপরাহ্ন
পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে অংশগ্রহণ করছে বাংলাদেশ সহ আরো ১১টি দেশ, যার মধ্যে রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে জানানো হয়, নৌ মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। তিনি এই পরিদর্শনের সময় বলেন, ‘আমান মহড়া’ শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে এবং এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করতে সাহায্য করবে। একইসাথে, এ মহড়া আঞ্চলিক ও বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কমান্ডিং অফিসাররা। মতবিনিময়কালে অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, “পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। এই বিশ্বাস থেকেই পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল (আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া ‘আমান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবিরাম অবদান রেখে চলেছে।”

তিনি আরও বলেন, এই যৌথ মহড়ার মাধ্যমে অংশীদারিত্ব এবং সহযোগিতা গড়ে উঠবে, যা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv