সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০১:০২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০১:০২:৩৬ অপরাহ্ন
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন, যেটি যমুনা টেলিভিশনকে তিনি জানান।

তিনি আরও বলেন, বৈঠকটি সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হবে। তবে, বিএনপির প্রতিনিধি দলে কোন কোন সদস্য উপস্থিত থাকবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। বর্তমানে দলের মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

এছাড়া, গত শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সারাদেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv