
বাংলাদেশ-ভারত উভয় দেশ একে অন্যকে ছাড়া চলতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রকল্পগুলো খুব শিগগিরই পুনরায় শুরু হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আগরতলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেছি, মৈত্রী সেতু নির্মিত হয়েছে এবং আখাউড়া থেকে আগরতলা রেল যোগাযোগ চালু রয়েছে।" তিনি আরও জানান, এই রেল যোগাযোগ খুব শিগগিরই চালু হবে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, "বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না।" তার মতে, দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কারণে একে অপরের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া, গত বছর ডিসেম্বর মাসে তিনি মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আগরতলায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ইতোমধ্যে বিশেষ অর্থনৈতিক জোন তৈরি করেছি, মৈত্রী সেতু নির্মিত হয়েছে এবং আখাউড়া থেকে আগরতলা রেল যোগাযোগ চালু রয়েছে।" তিনি আরও জানান, এই রেল যোগাযোগ খুব শিগগিরই চালু হবে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা আরও বলেন, "বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারবে না।" তার মতে, দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কারণে একে অপরের পাশে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া, গত বছর ডিসেম্বর মাসে তিনি মন্তব্য করেছিলেন যে, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কিছু প্রকল্প আটকে রয়েছে।