অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগে গ্রেফতার ১৯

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:১৫:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:১৫:০১ অপরাহ্ন
শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত চলা ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে রংপুর মহানগরী ও বিভাগে ১৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, মহানগরীর তাজহাটে ২ জন এবং কোতোয়ালি, হারাগাছ ও মাহিগঞ্জ থানা এলাকার ১ জন করে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, রেঞ্জের আওতাধীন আট জেলার মধ্যে কুড়িগ্রামে ৬ জন, দিনাজপুরে ৩ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, এবং গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট থেকে ১ জন করে মোট ১৪ জন গ্রেফতার করা হয়েছে। তবে রংপুর ও নীলফামারী জেলা থেকে কাউকে গ্রেফতার করা হয়নি।

ডিআইজি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে। তাদের অধিকাংশই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এবং তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

শনিবার রাত ১২টা থেকে রংপুর মহানগরী ও রেঞ্জের ৮ জেলায় একযোগে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv