বিচ্ছেদ নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট কারিনার!

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:৪৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:৪৮:৩৫ অপরাহ্ন
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর গত ১৫ জানুয়ারি হামলার ঘটনায় বলিপাড়া সরগরম হয়ে ওঠে। নতুন তথ্যের ভিড়ে সম্প্রতি এক অভিনেতা দাবি করেছেন, হামলার ঘটনা ছিল সাজানো নাটক এবং এর নেপথ্যকারী হিসেবে সাইফের স্ত্রী কারিনা কাপুর খানকে দায়ী করা হয়েছে। তবে এসব অভিযোগের পর কারিনা বিচ্ছেদ নিয়ে একটি পোস্ট দিয়েছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।

কারিনা কাপুর খান তার পোস্টে লিখেছেন, "বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে।" তিনি আরও লিখেছেন, "বাস্তবজীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সব থেকে বেশি স্মার্ট।"

কারিনার এই দর্শনমূলক পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, তবে অনেকেই অনুমান করছেন এটি তার জীবন ও সম্পর্ক নিয়ে সাধারণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

তবে সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা খুবই গুরুতর ছিল। ১৫ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ হামলার শিকার হন, যেখানে অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ তাকে ছয়বার ছুরিকাঘাত করেন। হামলার পর সাইফকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সফল অস্ত্রোপচার শেষে পাঁচদিন পর তাকে বাসায় নিয়ে আসা হয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv