মৃত্যুর আগে সঞ্জয় দত্তকে ৭২ কোটির সম্পত্তি লিখে দেন নারী ভক্ত

আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০৩:৫৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০৩:৫৬:২২ অপরাহ্ন
বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত, যিনি 'সাঞ্জু বাবা' নামে পরিচিত, ১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮১ সালে 'রকি' সিনেমার মাধ্যমে বলিউডে তার যাত্রা শুরু হয়, এবং তার প্রথম সিনেমাই হিট হয়ে যায়। তার জীবনের এক অবাক কাণ্ড ঘটে ২০১৮ সালে, যখন তার একটি ভক্ত, নিশা পাতিল, মৃত্যুর আগে তার নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে দেন।

এই খবর শুনে সঞ্জয় দত্ত হতভম্ব হয়ে পড়েন। থানার পক্ষ থেকে তাকে জানানো হয়, নিশা পাতিল ১৪ দিন আগে প্রয়াত হয়েছেন এবং সঞ্জয়ের নামে তার বিশাল সম্পত্তি লিখে রেখে গেছেন। যদিও সঞ্জয় এই সম্পত্তি তার ভক্তের পরিবারকে দেওয়ার কথা বলেন, ব্যাঙ্ক থেকে জানানো হয় যে, সঞ্জয়ের নামকে নমিনি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিনেতা সঞ্জয় দত্ত বলেন, "আমাদের মতো অভিনেতাদের নামে অনেকেই সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহার পাঠান, কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে।" তিনি আরও বলেন, "আমি নিশাকে চিনি না, তবে তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।"

অবশেষে, সঞ্জয় দত্ত আইনজীবীদের মাধ্যমে বলেছিলেন, "সম্পত্তির অধিকার যাতে তার পরিবার পায়, আমি সেই জন্য যেকোনো আইনি পথে হাঁটতে রাজি আছি।"

সঞ্জয় দত্ত নিজেও ২৯৫ কোটি টাকার মালিক এবং প্রতি ছবিতে ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv