জুলাই শহীদ পরিবারের চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৩:১১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৩:১১:৩৪ অপরাহ্ন
জুলাই শহীদ পরিবারদের জন্য এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতা ও চাকরির ব্যবস্থা করা হবে, তবে এটি নতুন কোনো কোটার আওতায় আসবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা নাহিদ লেখেন, “শহীদ পরিবারের কর্মক্ষম একজন সদস্যকে যোগ্যতার ভিত্তিতে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে একবারের জন্য চাকরি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এটি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রভাব ফেলবে না।”

আন্দোলনে আহতদের বিষয়ে তিনি বলেন, “যারা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছেন (যেমন: অন্ধত্ব বা অঙ্গহানি) এবং আর কখনো কর্মক্ষম হতে পারবেন না, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের আহতদের অনেকে তরুণ, যারা আজীবন আন্দোলনের ক্ষত বয়ে বেড়াবেন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার মুখোমুখি হবেন।”

তিনি আরও যোগ করেন, “জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার ও গুরুতর আহতদের পুনর্বাসন করা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া আমাদের অঙ্গীকার এবং রাষ্ট্রের দায়িত্ব। কয়েক হাজার পরিবার এই আন্দোলনের ফলে বিপর্যস্ত হয়েছে। তাদের এই ক্ষতি কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তারা যেকোনো সুযোগ-সুবিধার চেয়ে সর্বোপরি সম্মান ও মর্যাদা প্রত্যাশা করে।”


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv