সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

আপলোড সময় : ০১-১১-২০২৪ ০২:৪৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৪ ০২:৪৭:১৯ অপরাহ্ন
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বিরুদ্ধে বৃহস্পতিবার ১০ বিলিয়ন ডলারের মামলা দায়ের করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিকৃত খবর প্রচারের অভিযোগে টেক্সাসের উত্তর জেলায় মার্কিন জেলা আদালতে মামলাটি করা হয়েছে।শুক্রবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।অভিযোগে বলা হয়েছে, টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে ৬০ মিনিটের একটি সাক্ষাৎকার সম্পাদনা করেছে। যেখানে হ্যারিসকে অনৈতিক কৌশল অবলম্বন করে ইতিবাচক দেখানো হয়েছে।এতে আরো বলা হয়, সিবিএস দূষিত, প্রতারণামূলক এবং উল্লেখযোগ্য সংবাদ বিকৃতির মাধ্যমে নির্বাচন এবং ভোটারদের হস্তক্ষেপের পক্ষপাতমূলক এবং বেআইনি কাজে জড়িত।

মূলত এই বিতর্ক শুরু হয়েছে, অক্টোবরে মাসে কমলা হ্যারিসের ৬০ মিনিটের সাক্ষাৎকারের দুটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে। মধ্যপ্রাচ্যে ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাত সম্পর্কে কমলার প্রতিক্রিয়ার একটি দীর্ঘ অংশ অন্তর্ভুক্ত করার জন্য একটি ক্লিপ সম্পাদনা করা হয়। মামলায় দাবি করা হয়েছে, সম্পাদনার সিদ্ধান্তটি উদ্দেশ্যমূলকভাবে হ্যারিসকে সহায়তা করা এবং ট্রাম্পকে একটি অন্যায্য অসুবিধায় ফেলে জনসাধারণকে বিভ্রান্ত করা।সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা আদালতের কাগজপত্রে দাবি করেছেন, সিবিএস জাতীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে ৬০ মিনিটের সাক্ষাতকারে জনসাধারণকে বিভ্রান্ত করা এবং প্রতারণামূলক খবর প্রচারের সমস্ত সীমা অতিক্রম করেছে।এদিকে সিবিএস নিউজ মামলার অভিযোগের বিরুদ্ধে বলেছে, ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের যে দাবি তুলেছে, তা সম্পূর্ণভাবে ভিত্তিহীন।

সিবিএস নিউজ এক বিবৃতিতে বলেছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বারবার দাবি করা অভিযোগটি মিথ্যা।  সাক্ষাৎকারটি কোনো সম্পাদনা করা হয়নি এবং ভাইস প্রেসিডেন্টের উত্তরের কোনো অংশ লুকিয়ে রাখেনি। ৬০ মিনিটের সাক্ষাৎকারটি ন্যায্যভাবে দর্শকদের জানানোর জন্য। এটি কাউকে বিভ্রান্ত করার জন্য নয়।বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প সিবিএসের বিরুদ্ধে আজ যে মামলাটি এনেছেন তা সম্পূর্ণরূপে যোগ্যতাহীন এবং আমরা এর বিরুদ্ধে কঠোরভাবে রক্ষা করব।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com