আজ ৬ জেলায় বিএনপির সমাবেশ

আপলোড সময় : ১২-০২-২০২৫ ১২:১০:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৫ ১২:১০:১০ অপরাহ্ন
চার দফা দাবিতে আজ থেকে আন্দোলনে নামছে বিএনপি। ‘জনদাবি’ ব্যানারে দেশের বিভিন্ন জেলায় তারা সমাবেশ কর্মসূচি শুরু করছে। প্রথম দিনে ৯টি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি জানায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আট দিনের কর্মসূচি চলবে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান, খুলনায় হাফিজ উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, পটুয়াখালীতে চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং সুনামগঞ্জে উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

আগামী ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে যশোরে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া টাঙ্গাইলে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মাদারীপুরে সেলিমা রহমান, চাঁদপুরে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু, বগুড়ায় আবদুস সালাম, মৌলভীবাজারে আরিফুল হক চৌধুরী এবং ভোলায় জহির উদ্দিন স্বপন সমাবেশে অংশ নেবেন।

কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে সমাবেশ করবে বিএনপি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv