আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ

আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৪:৪৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৪:৪৪:২০ অপরাহ্ন
বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। কারো ধার ধারে না। আমরা কারো কথাও শুনব না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে।’ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিমল বলেন, জুলাই-আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ (বুধবার) দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv