যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হলেন তুলসী গ্যাবার্ড

আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০১:২৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০১:২৩:৫৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নেত্রী তুলসী গ্যাবার্ড। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট গত বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি পদে নিয়োগ দিয়েছেন তাকে।

জাতীয় গোয়েন্দা দপ্তরের দায়িত্বে তুলসী গ্যাবার্ড ১৮টি সরকারি গোয়েন্দা সংস্থার দেখভাল করবেন, যার মধ্যে সিআইএ এবং এফবিআইসহ আরও বেশ কিছু সংস্থা রয়েছে। জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে তিনি এই সংস্থাগুলোর কর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করবেন।

সিনেটে ভোটগ্রহণে মোট ১০০ সদস্যের মধ্যে ৫২ জন তাকে এই পদে নিয়োগের পক্ষে রায় দিয়েছেন।

তুলসী গ্যাবার্ড ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের অ্যামেরিকান সামোয়া অঞ্চলের তুতুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা মাইক গ্যাবার্ডও একজন প্রভাবশালী রাজনীতিক এবং ডেমোক্রেটিক পার্টির নেতা। তিনি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেন এবং ইরাকে যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেন। সেনাবাহিনীতে তার সর্বশেষ পদবী ছিল লেফটেন্যান্ট কর্নেল।

ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়ে তুলসী ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত পার্লামেন্টের নিম্নকক্ষে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য ছিলেন। তবে ২০২২ সালে ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করে ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। তার পরবর্তী নির্বাচনী প্রচারাভিযান সফল না হওয়ায় তিনি ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv