ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয়!

আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৬:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৬:০৪ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন। এস পল কাপুরকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হয়েছেন। লু’র বিরুদ্ধে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ইমরান খান প্রকাশ্যে ডোনাল্ড লু’র নাম উল্লেখ করে সরব হয়েছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর ট্রাম্প প্রশাসনে পরিবর্তন আনেন। জো বাইডেন আমলে নিয়োগ পাওয়া ডোনাল্ড লু পদত্যাগ করলে তার স্থলে এস পল কাপুর আসেন।

পল কাপুর ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং ভারত ও পাকিস্তান বিষয়ে বিশেষজ্ঞ। তিনি পাকিস্তানের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তার নিয়োগে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে বিশেষ প্রভাব পড়বে বলে মনে করছে বিশ্লেষক মহল।

সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের সঙ্গে সম্পর্ক রক্ষা ও কূটনৈতিক ইস্যুগুলো দেখভাল করবেন কাপুর। কূটনীতিকরা মনে করছেন, তার দায়িত্ব গ্রহণে উপমহাদেশে জঙ্গি তৎপরতা মোকাবিলায় পাকিস্তান ও আইএসআইয়ের বিরুদ্ধে ভারতের লড়াই আরও শক্তিশালী হবে।

পল কাপুর এর আগে মার্কিন নৌ বাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং বিভাগে কাজ করেছিলেন।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এবার তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একাধিক ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিচ্ছেন, যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv