দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:৩৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:৩৯:২৯ অপরাহ্ন
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব আজ এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, তাদের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান সাবেক মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে আবেদনের পক্ষে রায় দেন।

আবেদনে বলা হয়, দীপু মনি তার অস্থাবর সম্পদ স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা অন্যভাবে বেহাত করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা প্রয়োজন। এই অ্যাকাউন্টগুলোর মধ্যে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা ছিল। তবে, দীপু মনি ইতোমধ্যে ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন এবং বর্তমানে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবশিষ্ট রয়েছে।

জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের পতন সম্পর্কে নানা আলোচনা ছিল, আর এর দুই সপ্তাহ পর ১৯ আগস্ট রাতে পুলিশ দীপু মনিকে গ্রেপ্তার করে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv