নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না: ফারুক

আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৩:৪৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৪:১৩:৫২ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশদের গ্রেপ্তার না করার সমালোচনা করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হোক তা বিএনপি চায় না।’ফারুক বলেন, ‘এখন নির্বাচন নিয়ে তালবাহানা শুরু হয়েছে। একটু যেন গোলমাল করে ফেলছে কেউ। যেন কোথায় কীসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। না হলে এই জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউজে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। আমি মনে করি তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার।’

বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন, ‘জামায়াতে ইসলামী আপনারাও আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা করে নির্বাচনে অংশ নিয়েছিলেন, পরিণামে কী পেয়েছেন? আপনাদের শীর্ষ নেতাদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরেছে।’জাতীয় পার্টির জি এম কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তিনবার জাতীয় নির্বাচনে বৈধতা দিয়ে, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে সহযোগিতা করে আপনাদের দল আজ বিলীনের পথে।’

ষড়যন্ত্র করে নিত্যপণ্যের দাম বাড়ানের চেষ্টা চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘জনগণের সরকার ক্ষমতায় এলে দ্রব্যমূল্যের সিন্ডিকেট থাকবে না।’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv