![](https://mytvbd.tv/public/postimages/67af15f909bf6.jpg)
বসন্ত উৎসবে মেতেছে ঢাবির বকুলতলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের বকুলতলায় গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হচ্ছে বসন্তকে। আজ শুক্রবার ভোরে শুরু হয়েছে ‘বসন্ত উৎসব ১৪৩১’।‘এসো মিলি প্রাণের উৎসবে’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এ বছরওবাংলা পঞ্জিকা অনুযায়ী পয়লা ফাল্গুনে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। এটি তাদের ৩১তম বসন্ত উৎসব।
এদিন সকাল সাড়ে ৭টায় উৎসব শুরু হয়। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রঙ মাখতে।বকুলতলার অনুষ্ঠানে রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইসরা ফুলঝরি খান ও তবলায় আপন বিশ্বাস।
এই আয়োজনে বিভিন্ন নৃত্য ও সংগীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা চলছে। এ ছাড়া বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়ের আয়োজনও রয়েছে।
এদিন সকাল সাড়ে ৭টায় উৎসব শুরু হয়। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনের প্রথম দিনকে স্বাগত জানান তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ। প্রকৃতির পাশাপাশি ফাগুনের রঙ লেগেছে সবার মনে। বড়দের সঙ্গে শিশুরাও এসেছে উৎসবের রঙ মাখতে।বকুলতলার অনুষ্ঠানে রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইসরা ফুলঝরি খান ও তবলায় আপন বিশ্বাস।
এই আয়োজনে বিভিন্ন নৃত্য ও সংগীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা চলছে। এ ছাড়া বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময়ের আয়োজনও রয়েছে।