ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করলেন জেডি ভ্যান্স

আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১২:৪০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১২:৪০:০৯ অপরাহ্ন
যুক্তরাজ্যসহ ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে একথা বলেন।

ভ্যান্স বলেন, "ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে। ইউরোপীয় নেতারা বেশ কিছু মৌলিক মূল্যবোধ থেকে পিছু হটেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা দমন করছেন বাকস্বাধীনতা।" তিনি আরও বলেন, "ভুল তথ্য, বিভ্রান্তি এবং ভোটারদের উদ্বেগ উপেক্ষা করা হচ্ছে।"

২০ মিনিটের বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরে নিরাপত্তা সম্মেলনে উপস্থিত সকলের সামনে ইউরোপের নেতাদের সমালোচনা করেন। তার কথা শোনার সময় সম্মেলনে পিনপতন নিরবতা বিরাজ করছিল।

এছাড়া, ইউরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাব তুলে ধরে তিনি বলেন, “নিজেদের রক্ষার জন্য ইউরোপের দেশগুলোকেই এগিয়ে আসতে হবে, কারণ এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে।”

এ সময় ইউক্রেন যুদ্ধ নিয়েও মন্তব্য করেন তিনি। জেডি ভ্যান্স বলেন, "আমি আশা করছি, এ নিয়ে একটি যুক্তিসংগত সমাধান সম্ভব হবে।"

মিউনিখ সম্মেলনের ফাঁকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করেছেন, এমন খবরও পাওয়া গেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv