আগে স্থানীয় নির্বাচনে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না: রিজভী

আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০১:১১:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০১:১১:৪৮ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন বা অন্য যেকোনো সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত 'রোড টু ইলেকশন' শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি বলেন, "দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে হবে। নির্বাচনে যারা দায়িত্বে থাকবে, তারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না।" তিনি আরও বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও, তারা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি নিশ্চিত করতে পেরেছে। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি।"

এ সময় রিজভী গণতন্ত্রের রক্ষায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব দিয়ে বলেন, "স্থানীয় নির্বাচন করতে হলে তা সরকারের দায়িত্ব, তবে নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন অনুযায়ী শক্তিশালী হতে হবে। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশনকে স্বাধীনতা দিতে হবে।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv