আরও প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করলেন ট্রাম্প ও মাস্ক

আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০২:১৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০২:১৬:২৪ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর উপদেষ্টা ইলন মাস্ক দেশটির ফেডারেল আমলাতন্ত্রে ব্যাপক ছাঁটাই কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ৯,৫০০-এর বেশি ফেডারেল কর্মীকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণবিষয়ক, কৃষি এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের এই ছাঁটাইয়ের আওতায় আনা হয়েছে, বিশেষত যাদের চাকরির মেয়াদ এক বছর হয়নি।

কনজ্যুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর মতো সংস্থাগুলোর কার্যক্রমও একপ্রকার বন্ধ হয়ে গেছে। কর ব্যবস্থাপনা সংস্থা ইন্টারনাল রেভেনিউ সার্ভিসও কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে, যা ১৫ এপ্রিল আয়কর দাখিলের সময়সীমার আগে প্রক্রিয়াটি ব্যাহত করতে পারে।

এছাড়া, ট্রাম্প ও মাস্কের প্রস্তাবে সাড়া দিয়ে ৭৫ হাজার কর্মীর স্বেচ্ছা পদত্যাগের ঘটনাটি এই ছাঁটাই থেকে পৃথক। ট্রাম্প জানিয়েছেন, ফেডারেল সরকারের বিপুল ঋণ ও বাজেট ঘাটতি কমাতে এই পদক্ষেপ জরুরি ছিল। তবে ডেমোক্র্যাট সদস্যরা কংগ্রেসের ক্ষমতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ তুলেছেন, যদিও রিপাবলিকানরা এ উদ্যোগকে সমর্থন দিয়েছে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি’ নামে নতুন একটি বিভাগ চালু করেছেন এবং ইলন মাস্ককে এর প্রধান নিযুক্ত করেছেন। মাস্ক কেন্দ্রীয় বাজেট থেকে ১ লাখ কোটি ডলার সাশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও তাঁর কঠোর নীতির কারণে সমালোচনাও হচ্ছে। তবে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মাস্কের নেতৃত্বাধীন এই উদ্যোগকে অর্থনৈতিক শৃঙ্খলা আনতে সহায়ক হিসেবে অভিহিত করেছেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv