রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস, ঐকমত্য কমিশনের প্রথম সভা

আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০৩:৩৪:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০৩:৩৪:৫৯ অপরাহ্ন

আজ, শনিবার বিকেল ৩টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অংশগ্রহণ করছে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, নাগরিক ঐক্য, জাতীয় পার্টি (জাফর), বিজেপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।
 

বৈঠকে মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিয়া গোলাম পরওয়ার, অলি আহমদ, মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হালদার, আন্দালিব রহমান পার্থসহ বিভিন্ন দলের নেতারা অংশ নিয়েছেন।
 

এদিনের বৈঠকটির উদ্দেশ্য হচ্ছে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া, যা ভবিষ্যতের জন্য সরকারের সংস্কারের পথ নির্ধারণে সাহায্য করবে। গত ৮ ফেব্রুয়ারি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছিল। বৈঠকটি বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv