এখনও লিগে অপরাজিত পিএসজি

আপলোড সময় : ১৬-০২-২০২৫ ১২:৫৫:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৫ ১২:৫৫:৪৭ অপরাহ্ন
ফরাসি লিগের মৌসুমের অর্ধের বেশি সময় পার হলেও এখনও অপরাজিত পিএসজি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) লিগ ওয়ানে তুলুজের মাঠে ১-০ গোলের জয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে লুইস এনরিকের দল।

প্রথমার্ধে আক্রমণাত্মক খেলেও গোলের দেখা পায়নি পিএসজি। তবে ৫২তম মিনিটে উইলিয়ান পাচোর হেড ক্রসবারে প্রতিহত হলে রিবাউন্ড থেকে ফাবিয়ান রুইজ গোল করেন। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি রামোস ও লি'রা। তবুও ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এ জয়ের মাধ্যমে ২২ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট এখন ৫৬। তাদের পরে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মার্সেই, আর ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মোনাকো। পিএসজি চতুর্থ দল হিসেবে লিগ ওয়ানে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। তবে কোচ লুইস এনরিকে স্পষ্ট করে দিয়েছেন, তাদের আসল লক্ষ্য রেকর্ড নয়, শিরোপা জয়।

অন্যদিকে, রাতের আরেক ম্যাচে ন্যান্টসকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে মোনাকো। ম্যাচে হ্যাটট্রিক করেছেন মিকা বিয়েরেথ।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv