সাবেক এমপি ছানোয়ারসহ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৩:০৫:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৩:০৫:৩৮ অপরাহ্ন
ঢাকার ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেনসহ তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ।

শনিবার ১৫ ফেব্রুয়ারি রাত থেকে রোববার ১৬ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত ভাটারা থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার হন ছানোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মুসা আনসারী এবং ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।

ডিএমপি জানায়, গত বছরের ৫ আগস্ট ভাটারার জে ব্লকের ৯ নম্বর রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলায় আহত হন মিঠুন ফকির। এরপর ১৯ ডিসেম্বর তিনি ভাটারা থানায় মামলা করেন। এই মামলায় সালেক ঢালী এজাহারভুক্ত এবং সাবেক এমপি ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত হন।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া এই তিন নেতাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv