মানুষ যতবেশি নামাজের দিকে ধাবিত হবে সমাজ ততবেশি অপরাধমুক্ত হবে: ধর্ম উপদেষ্টা

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:১১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:১১:২৮ অপরাহ্ন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ পবিত্র স্থান, যা মুসল্লিদের নামাজের প্রতি উৎসাহিত করে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে সাহায্য করে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মডেল মসজিদ ধর্মীয় মূল্যবোধ ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং এখান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে। এ মসজিদে ৯৫০ জন মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ১২০ জন নারীর জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইমাম প্রশিক্ষণ, হজযাত্রী নিবন্ধন, ইসলামিক রিসার্চ সেন্টার, অটিজম কর্নার, লাইব্রেরি ও এতিমখানা সহ নানা সুবিধা রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বৈষম্যহীন সমাজ গঠনে দুর্নীতি পরিহার করা জরুরি।” ১৪ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ মডেল মসজিদ গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। চলতি মাসে এ প্রকল্পের আওতায় আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ অন্যান্যরা বক্তব্য দেন। শেষে উপদেষ্টা মসজিদের ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv