রোজায় ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:৫১:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:৫১:৫৯ অপরাহ্ন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আসন্ন রমজান মাসে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সুলভ মূল্যে ব্রয়লার মুরগী, ডিম, দুধ এবং গরুর মাংস বিক্রি করা হবে। ঢাকাতেও ২৫টি স্থানে এসব পণ্য ন্যায্য দামে বিক্রি করা হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, ১ লা রমজান থেকে ২৮ শে রমজান পর্যন্ত ঢাকায় ব্রয়লার মুরগী, ডিম, দুধ এবং গরুর মাংস বিক্রি হবে। এসময় ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে।

এছাড়া, তিনি জানান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ইলিশ মৌসুমে ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের অবদানকে সম্মান জানিয়ে সীমিত পর্যায়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফরিদা আখতার আরও বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন ইলিশ আহরণ ও বিক্রি বন্ধ থাকবে। প্রথমবারের মতো, ১৫ মে থেকে ১৪ জুন পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv