হত্যা মামলা দিয়ে কেন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে : রুপা

আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০২:০০:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০২:০০:৩০ অপরাহ্ন
একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা প্রশ্ন তুলেছেন কেন হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। তিনি দাবি করেছেন, তাকে হত্যার মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে, যা অগ্রহণযোগ্য। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারীর হত্যায় মিরপুর মডেল থানার মামলার রিমান্ড শুনানিতে তিনি এই প্রশ্ন তুলে তার বিচার দাবি করেন।

ফারজানা রুপা আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ যেভাবে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছে, তাহলে সেই উসকানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। তিনি আরও বলেন, "হত্যা মামলায় সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন আমি বিচারকের কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই।"

এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর নাসির উদ্দিন সরকার রিমান্ড আবেদন করেন এবং ঢাকার পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। ফারুকী বলেন, "যারা আন্দোলনের সময় উসকানি দিয়েছে, তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।"

ফারজানা রুপা তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ওপর এই ধরনের মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানি, কিন্তু কেন হত্যা মামলায় সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে?"

এসময় পিপি ফারুকী বলেন, "যারা এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে তারা অপরাধী এবং তাদেরও শাস্তি হবে।" তিনি আরও বলেন, ফারজানা রুপা এবং অন্য সাংবাদিকরা শেখ হাসিনার সরকারকে সহায়তা করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

এবং পরে আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv