তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে মানুষ: দুলু

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১২:৩৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১২:৩৫:৫৬ অপরাহ্ন
তিস্তা নদীর ন্যায্য হিস্যা দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) লালমনিরহাটে পদযাত্রা কর্মসূচিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তিস্তাপাড়ের মানুষ।

লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি পয়েন্টে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন লাখো মানুষ। তিস্তা বাঁচাতে মেগা প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তারা।

পদযাত্রা শেষে তিস্তা নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন করবেন আন্দোলনকারীরা। বিকেলে ১১টি পয়েন্টে গণসমাবেশে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv