আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:৪৪:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:৪৪:২৭ অপরাহ্ন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে যাচ্ছে। তিনি আরও জানান, জেলার প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেয়া হয়েছে যাতে আইনশৃঙ্খলা আরও ভালো করা যায়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট চালানো হচ্ছে এবং যতদিন এই 'ডেভিল'রা থাকবে, ততদিন এই অপারেশন অব্যাহত থাকবে।

এছাড়া, দেশের দুর্নীতি কমাতে কাজ করার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানান তিনি এবং সীমান্ত এলাকায় বিজিবির সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেন ডিসিদের। গাজীপুর জিএমপি এবং শিল্প পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাবও তিনি উত্থাপন করেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com