যুদ্ধ বন্ধে সৌদিতে আলোচনার টেবিলে রাশিয়া–যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৫:৩৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৫:৩৬:৩০ অপরাহ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশ নিয়েছেন।

এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকের সময় রাশিয়ার একটি সূত্র জানিয়েছে, তারা আগামী কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক আলোচনায় অগ্রগতির আশা করছে। মস্কো আশা করছে, ইউক্রেন আক্রমণের কারণে আরোপিত নিষেধাজ্ঞাগুলো আগামী দিনে তুলে নেওয়া হতে পারে।

তবে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছে যে, এই বৈঠকের মাধ্যমে যুদ্ধ বন্ধের কোনো সরাসরি আলোচনা হচ্ছে না। বরং তারা দেখতে চায়, রাশিয়া যুদ্ধের সমাপ্তি টানার বিষয়ে কতটা আন্তরিক।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv