যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ৭৯ বছরের বৃদ্ধ নিহত

আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৪:০৮:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৪:০৮:৩৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে পুলিশের গুলিতে ৭৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বেসাইডের ১১১তম প্রিসিঙ্কট সদর দফতরের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিবিএস নিউজ।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চিফ অফ প্যাট্রোল ফিলিপ রিভেরা জানান, নিহত ব্যক্তি তার গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলতে শুরু করেন। কথোপকথনের একপর্যায়ে তিনি অফিসারদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করেন।

পুলিশ জানায়, তারা তাকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা উপেক্ষা করেন। বরং বন্দুক তাক করা অবস্থায় থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে চারজন পুলিশ সদস্য গুলি চালান, এতে ওই ব্যক্তি নিহত হন।

এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv