কুয়েটে নিষিদ্ধ থাকছে রাজনীতি

আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৫:০৭:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৫:০৭:১৬ অপরাহ্ন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সিন্ডিকেটের ৯৮তম বিশেষ জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ, এবং রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান এসব সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

এছাড়াও, জরুরি সভায় কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বহিষ্কার এবং বহিরাগতদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। আহতদের চিকিৎসার খরচ বহন করার পাশাপাশি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।

গত মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এর পর শিক্ষার্থীরা উপাচার্য, উপউপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়ে ক্লাস বর্জন করেন। বুধবার সকাল থেকে তারা কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিলসহ প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রবেশ পথে তালা ঝুলিয়ে দেন। এর ফলে উপাচার্যসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv