অধিনায়ক ছাড়াই আমিরাতের বিপক্ষে নারী ফুটবল দল

আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৩:৫৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৩:৫৭:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। তবে এই দলটিতে অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন সাফের স্কোয়াডে থাকা ৮ জন খেলোয়াড়, তাদের মধ্যে আছেন—ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, শাহেদা আক্তার, মুনকি আক্তার।

গুঞ্জন রয়েছে যে, আফঈদা খন্দকারকে অধিনায়ক করা হতে পারে, তবে বাফুফে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দলে আছেন ১৭ বছর বয়সী গোলকিপার ইয়ারজান, যিনি সম্প্রতি নেপালে অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে ভারতের তিনটি পেনাল্টি রুখে দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন।

বাংলাদেশ নারী ফুটবল দল আগামী ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে এবং দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক
ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়।
ডিফেন্ডার
কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মত সুলতানা, কানোম আক্তার, অর্পিতা বিশ্বাস ও মরিয়ম বিনতে হান্না।
মিডফিল্ডার
হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার ও বন্যা খাতুন।
ফরোয়ার্ড
নবীরণ খাতুন, সুরভী আকন্দ প্রীতি, তনিমা বিশ্বাস, ঐশী খাতুন, অয়ন্ত বালা, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন ও আইরিন খাতুন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com