আমরা আমাদের স্বপ্ন পূর্ণ করবোই : হাসনাত আব্দুল্লাহ

আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০২-২০২৫ ০৬:১৮:৩৭ অপরাহ্ন
দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ‘দেবিদ্বার স্টুডেন্ট ফেস্ট’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। গত ১৬ বছরের সব চ্যালেঞ্জ ও গ্লানি কাটিয়ে নতুন প্রজন্মের হাত ধরে দেশ এগিয়ে যাবে। আমরা থামবো না, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করবই।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “স্বপ্ন দেখতে হবে, আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্ন ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা সন্তানদের এই ফেস্টে নিয়ে আসুন, স্টল ঘুরিয়ে দেখান এবং জানতে চান তারা এখানে কী শিখেছে।”

তিনি আরও বলেন, “দুঃখজনক হলেও সত্য, অনেক শিক্ষার্থী এসএসসি পাসের পর বিদেশে চলে যায়, আর অনেক মেয়ে শিক্ষার্থীর বিয়ে হয়ে যায়। আমাদের স্বপ্নটাকে বড় করে দেখা উচিত। আমরা তোমাদের সেই স্বপ্ন পূরণে পাশে থাকব।”

ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ সাংবাদিক সাইদ আবদুল্লাহ, এসিএস ফাউন্ডার নুমেরী সাত্তার অপার। উদ্বোধনী বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, দেবিদ্বার (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামদুদ্দীন মোহাম্মদ ইলিয়াস।

উদ্বোধনের পর হাসনাত আবদুল্লাহ অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ঘুরে দেখেন। ফেস্টে মোট ৩৯টি স্টল রয়েছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে বিকালে শিল্পী আসিফ আকবর ও সন্ধ্যায় আভাস ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv