৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস

আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন
যুদ্ধবিরতি চুক্তির আওতায় সপ্তম ধাপে শনিবার (২২ ফেব্রুয়ারি) ৬ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বিনিময়ে ৬০২ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরাইল।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ ও আভেরা মেঙ্গিস্টো। মেঙ্গিস্টো ও আল-সায়েদ গাজায় এক দশক আগে প্রবেশের পর থেকেই আটক ছিলেন।

এদিকে, গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইল ৩৫০টির বেশি চুক্তি লঙ্ঘন করেছে। সীমান্তে অনুপ্রবেশ, বিমান-ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

হামাস দাবি করেছে, ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে বাস্তুচ্যুতদের গাজায় ফিরতে বাধা দিচ্ছে। এমনকি, আশ্রয় ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতেও দেরি করছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা চাপিয়ে দিতে চান না বলে জানিয়েছেন। ফক্স নিউজকে তিনি বলেন, "এটি প্রস্তাব, জোর করা নয়। যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিলে হামাস থাকবে না, উন্নয়ন হবে, সবকিছু নতুনভাবে শুরু করা যাবে।"

তবে, জর্ডান ও মিশর ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করায় অবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনও থেমে নেই। নাবলুসের ইয়াতমা শহরে গুলি ও টিয়ার গ্যাস ছুড়ে অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। এর আগে জেনিনে ১৩ বছর বয়সি রিমাস আল-আমুরি-কে গুলি করে হত্যা করা হয়।

গত সপ্তাহে পশ্চিম তীরে ৯০ জন ফিলিস্তিনি গ্রেফতার এবং ১৫টিরও বেশি অস্ত্র জব্দ করেছে ইসরাইলি বাহিনী।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com