আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান

আপলোড সময় : ২২-০২-২০২৫ ০২:৫৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৫ ০২:৫৮:০৩ অপরাহ্ন
লক্ষ্মীপুরে আয়োজিত জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, চলতি মাসের ২৫ তারিখের মধ্যে দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে অন্তর্বর্তী সরকারকে তিন কোটি জামায়াত নেতা-কর্মীকে কারাগারে নেওয়ার প্রস্তুতি নিতে হবে।

শনিবার সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ইসলামী কোনো দলের সদস্য কখনো চাঁদাবাজি, দখলবাজি বা কোনো ধরনের অন্যায় কাজে জড়িত থাকে না, কারণ তারা আল্লাহকে ভয় করে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের তরুণেরা রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা দেশকে ভালোবাসে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশে কথা বলতে পারছি। তাদের এ আত্মত্যাগকে সম্মান জানাতে হবে এবং স্বাধীনতাকে ধরে রাখতে হবে।”

জুলাই-আগস্টের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে তিনি বলেন, “রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতিকে আমি ঘৃণা করি। সেই সময়ে যুবকেরা বুক পেতে দিয়ে দেশ রক্ষা করেছে। আমরা বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে দেখতে চাই এবং আগামী দিনের বাংলাদেশ গড়তে তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষ প্রকৃত মুক্তি পায়নি। আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই সেই মুক্তি সম্ভব। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

জনসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের এমন খোলা মাঠের জনসভা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নেতা-কর্মীরা মিছিলসহকারে সভাস্থলে আসতে থাকেন, ফলে সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv