অন্যের সঙ্গে প্রেম, ক্ষোভে ৪ বন্ধু মিলে সাবেক প্রেমিকাকে ধর্ষণ

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:৫৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:৫৯:১৯ অপরাহ্ন
চার মাস আগে ভেঙে যায় কয়েক বছরের প্রেম। কিন্তু সাবেক প্রেমিকাকে ভুলতে পারেননি যুবক। প্রায়ই যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু বার বারই প্রত্যাখ্যান।হঠাৎই জানতে পারেন, তার সাবেক প্রেমিকা অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তাই রেগে গিয়ে কৌশলে ডেকে চার বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক প্রেমিক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিবন্ডীর শান্তিনগরে।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই এলাকার ২২ বছর বয়সি তরুণীর সঙ্গে প্রেম করতেন একই গ্রামের যুবক। গত কয়েক বছর ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু চার মাস আগে বিচ্ছেদ ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যা মেনে নিতে পারেননি তার সাবেক প্রেমিক।

বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তাকে অপহরণ করার পরিকল্পনা করেন তিনি।গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক রাস্তা থেকে তরুণীর ভাইকে তুলে নিয়ে যান। তার পর ওই তরুণীকে ফোন করে জানান, যদি তিনি না আসেন তবে তার ভাইকে ছাড়বেন না। ফোন পেয়ে ওই তরুণী বাড়ির কাউকে কিছু না জানিয়েই মধ্যরাতে রিকশাযোগে নির্দিষ্ট স্থানে যান। সেখানে অভিযুক্ত যুবক ছাড়াও তার আরো কয়েকজন বন্ধু ছিলেন।পরে ঘটনাস্থলে অভিযুক্ত যুবক এবং তরুণীর মধ্যে কথা কাটাকাটি হয়। তরুণীকে মারধরও করেন তার সাবেক প্রেমিক।তাকে বাধা দিতে গেলে তরুণীর ভাই এবং রিকশাচালককেও মারধর করা হয়। পরে ওই তরুণীকে জোর করে একটি স্কুটারে করে স্থানীয় এক স্কুলের পেছনের ঝোপে নিয়ে যান অভিযুক্ত যুবক। সঙ্গে ছিলেন তার বন্ধুরাও। সেই ঝোপের মধ্যেই ওই তরুণীকে চারজন মিলে ধর্ষণ করেন। পরে একটি পিকআপ ভ্যানে তাকে ফের ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন তরুণী।

পুলিশ ঘটনার তদন্তে নেমে মোট ছয়জনের নামে অভিযোগ দায়ের করেছে। তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে শুধু অপহরণের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজ চলছে।

সূত্র : আনন্দবাজার।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv