আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:৩৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:৩৯:৫১ অপরাহ্ন
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শিরিন শিলা সম্প্রতি জানিয়েছেন, ছোটবেলায় ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলতেন তিনি। অথচ দীর্ঘ ছয় বছরের প্রেম শেষে ২০২৩ সালের অক্টোবরে ভালোবাসার মানুষকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে শিরিন শিলা বলেন, “স্কুল ছুটির পর একদিন দেখি, কয়েকজন ছেলে বাসা পর্যন্ত অনুসরণ করছে। তারা কিছু বলেনি, শুধু দূর থেকে ফলো করেছে। তখনই বুঝতে পারি, ওরা হয়তো বাসা চিনতে চায়।”

তিনি আরও জানান, ছোটবেলা থেকেই তার জীবন ছিল ঘর-স্কুল আর নাচের ক্লাসের মধ্যে সীমাবদ্ধ। মায়ের সঙ্গেই যাতায়াত করতেন, কখনো ছেলেদের সঙ্গে মেলামেশার সুযোগই হয়নি। “আমার কোনো ছেলে বন্ধু ছিল না, ছেলেদের আলাদা ব্যাচ থাকলে আমি সেখানে পড়তাম না,” বলেন শিলা।

শিরিন শিলা এখনো তেমন বাণিজ্যিক সফল সিনেমায় কাজ না করলেও, ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘শেষ বাজি’ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া, একবার এক প্রতিবন্ধী ভক্তের চুমু দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল হলে তিনি আলোচনায় আসেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com