রাজশাহীতে টিসিবির কার্ড নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:৫৫:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:৫৫:১০ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বানেশ্বর ইউনিয়ন বিএনপির নেতা ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মার সমর্থক ইউপি সদস্য রফিকুল ইসলামের কাছ থেকে টিসিবি কার্ডের ভাগ চাইছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুলের কর্মীরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার সকালে মহাসড়কের ওপর রফিকুলকে ঘিরে ধরে মারধর ও ছুরিকাঘাত করে শিমুলের সমর্থকরা।

স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে জুম্মার সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায়, যার ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে আসে।

তবে, এরপরও উত্তেজিত বিএনপি নেতাকর্মীরা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। শত শত গাড়ি আটকে পড়ে।

পরে সেনাবাহিনীর একটি দল এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘গাড়ি চলাচল এখন স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

পুঠিয়া থানার ওসি কবীর হোসেন বলেন, ‘ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv