শিল্পীদের বেঁচে থাকাটা কষ্ট হয়ে যাবে : নুসরাত ফারিয়া

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৪:২২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৪:২২:৫৬ অপরাহ্ন
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তারকা শিল্পীরা নানা বাধার মুখে পড়েছেন। কিছু কনসার্টও পণ্ড করা হয়েছে। এই পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

শনিবার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)-এ আয়োজিত ১১তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘‘এটা আসলে খুবই কষ্টকর। এমন পরিস্থিতি হওয়া উচিত নয়। আমাদের দেশের সংস্কৃতি আমাদেরই রক্ষা করতে হবে। যারা এই বিষয়গুলো দেখছেন, তারা যদি একটু সঠিকভাবে পরিস্থিতি ম্যানেজ করেন, আশা করি খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে। যদি এসব বন্ধ হয়ে যায়, তাহলে আর্টিস্টরা কীভাবে জীবিকা অর্জন করবে!’’

তিনি আরও বলেন, ‘‘সিনেমার বাইরেও আমাদের অনেক কাজ রয়েছে। আমরা চাই দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে, এমন জায়গায় যেতে যেখানে আমাদের ফ্যানরা আমাদের কাছে আসতে পারে। তবে সেখানে যদি বাধা আসে, তা হলে শিল্পীদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।’’

এ বছরের মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালে ২৮টি দেশের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। স্টার সিনেপ্লেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ উৎসব আগামী রোববার শেষ হবে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv