এফডিসির এমডিকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টমেটাম

আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৪:৫৭:০০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৪:৫৭:০০ অপরাহ্ন
সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এর ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিকে অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) এফডিসি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

উজ্জ্বল সংবাদ সম্মেলনে বলেন, ‘‘এফডিসিতে প্রশাসনিক কাজে যদি কোনো প্রশাসক আসে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ, এটা সরকারি জায়গা, এখানে চাকরি করতে আসা লোক আসতেই পারে। তবে আপনি এমন একজনকে পাঠাচ্ছেন, যিনি আমাদের কাছে অজ্ঞাতনামা আসামি, আমরা তাঁকে চিনি না, জানি না, এবং আমাদের ওপর তাঁকে চাপিয়ে দেওয়া হবে—এটা আমরা মেনে নেব না। আমরা সেটা প্রতিহত করব।’’

এছাড়া চিত্রনায়ক উজ্জ্বল তার ফেসবুকে লিখেছেন, ‘‘চব্বিশের রক্ত বৃথা যাবে না। রক্তে ভেজা বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট বা তার দোসরদের স্থান নেই। ভুল সিদ্ধান্তে ভুল মানুষকে এফডিসির এমডি নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। যোগ্য ও চলচ্চিত্রবান্ধব কাউকে এমডি নিয়োগ দিতে হবে।’’


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv