নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানালেন জামায়াত আমির

আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:১২:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:১২:৫৬ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারের কাছে নিজেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন।

২৪ ফেব্রুয়ারি, সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জে এক পথসভায় এ দাবি জানান তিনি।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান বাংলাদেশে এখনো জুলুমের বোঝা জনগণের ঘাড় থেকে নামেনি। জামায়াত নেতা আজহারুল ইসলাম, যিনি আওয়ামী লীগের শাসনামলে অত্যাচারের শিকার হয়েছেন, তিনি এখনও কারাগারে বন্দী। তার মুক্তি না হলে, নিজে কারাগারে যাওয়ার দাবি জানান ডা. শফিকুর রহমান।

পথসভায় জামায়াতের জেলা আমির অধ্যক্ষ মুহা. আব্দুর রব হাশেমী, সহকারী সেক্রেটারি জেনারেল এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ, এবং জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইনসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলামও সভায় অংশ নেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv