পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই: আসিফ নজরুল

আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:৩৫:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:৩৫:৩০ অপরাহ্ন
দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতা স্বীকার করে, পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ, সোমবার রাজশাহীর পিটিআই সম্মেলন কক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা জানান।

ড. আসিফ নজরুল বলেন, "নতুন বাংলাদেশে কয়েকটি ধ্বংসাত্মক প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে সরকার, যার মধ্যে অন্যতম পুলিশ বাহিনী। নিয়োগ থেকে শুরু করে বাহিনীটির সব ক্ষেত্রেই ভঙ্গুরতা দেখা যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় কিছু কিছু জায়গায় ব্যর্থতা থাকলেও তা উত্তরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার।"

তিনি আরও বলেন, "ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ফ্যাসিবাদ দোসরদের কিছু অংশ দেশ ছেড়ে পালিয়ে গেলেও, অধিকাংশই দেশে অবস্থান করছে।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv